Date : 2024-04-25

‘হু’-এর নজরে ফের করোনার নয়া রূপ

রিমা দত্ত, নিউজ ডেস্ক : ‘হু’-এর নজরে ফের করোনার নয়া রূপ মিউ। এখনই এইটিকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও তবে এই নতুন স্ট্রেইনটিকে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ তালিকায় যোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথমবার মিউ দেখা গেছিল কলম্বিয়ায়। যার বিজ্ঞানসম্মত নাম ‘বি.১.৬২১’। তবে এখনও পর্যন্ত এর সংক্রমণ ক্ষমতা জানা যায়নি৷

তবে সাধারণ ভাবেই এর একটি চরিত্র দেখে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। হু জানিয়েছে, এই রূপে এমন কিছু মিউটেশন ঘটেছে, যাতে দেখা যাচ্ছে, এটি হয়তো বাজারে উপস্থিত প্রতিষেধকগুলির ক্ষমতা ভেদ করতে সক্ষম। আর এই সম্পর্কে বিশদ জানতেই আরও পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন বিজ্ঞানীরা। বুধবার হু এর প্রকাশিত একটি সাপ্তাহিক অতিমারি বুলেটিনে এই রূপের বিষয়ে লেখা হয়েছে। তা হল, “মিউ-র ভিতরে সীমাহীন মিউটেশন ঘটেছে। এতেই সন্দেহ জাগছে, হয়তো প্রতিষেধকের ক্ষমতা ভেদ করার মন্ত্রও জেনে গিয়েছে মিউ।” করোনা-প্রতিরোধে বিশ্বজুড়ে একাধিক প্রতিষেধক তৈরি হয়েছে। টিকাকরণ অনেক দূর এগিয়ে গিয়েছে বহু দেশে। কিন্তু কোনও টিকাই ১০০ শতাংশ কার্যকারিতা প্রমাণ করতে পারেনি। বরং নয়া চিন্তা বাড়িয়ে, টিকার যে ক্ষমতাটুকু রয়েছে, তা-ও যে কোনও সময়ে ভেদ করে দিতে পারে ভাইরাস।