Date : 2024-04-24

জনপ্রিয়তার শীর্ষে মোদী

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার আসনে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। জনপ্রিয়তার নিরিখ করা বিশ্বব্যাপী সমীক্ষায় উঠে এল এই চমকপ্রদ তথ্য। আমেরিকার ডেটা ইন্টেলিজেন্স সংস্থা ‘মর্নিং কলসাল্ট’-এ এই তথ্য উঠে এসেছে। এই সমীক্ষার নিরিখে শীর্ষে রয়েছেন ভরতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সমর্থনে রয়েছে ৭০ শতাংশ সমর্থন। দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ও’ব্র্যাডর। তাঁর সমর্থনে রয়েছে ৬৪ শতাংশ সমর্থন। তৃতীয় স্থানে রয়েছে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।তাঁর পক্ষে ৬৩ শতাংশ সমর্থন রয়েছে। চতুর্থ স্থানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল।৫২ শতাংশ সমর্থন পেয়েছেন তিনি।পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন। তিনি পেয়েছেন ৪৮ শতাংশ সমর্থন।

এই সমীক্ষায় ৭০ শতাংশ সমর্থনের অর্থ হল বিশ্বের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ রয়েছেন তার সমর্থনে। তবে জো বাইডেনের এত নীচে থাকার কথা ছিল না। কিন্তু মনে করা হচ্ছে সাম্প্রতিক আফগানিস্তান ইস্যুতে মার্কিন সরকারের ব্যর্থতার কারনেই এই সমর্থন কমে গেছে। নরেন্দ্র মোদীর এত জনপ্রিয়তার কারণ হিসাবে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক কালের অলিম্পিক্স ও প্যারা অলিম্পিক্সের অসংখ্য ক্রীড়াবিদদের উত্সাহ যোগানোর কারনে তাঁর এই ফলাফল।এছাড়া তাদের ফোন ও টুইট করার কারণেও এই জনপ্রিয়তা হয়ে থাকতে বলে মনে করছেন অনেকে।আন্তর্জাতিক স্তরে মোদীর হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারে অনেকটাই সাহায্য করেছে বলে রাজনৈতিক মহল মনে করছে।