Date : 2024-04-20

ভয়াবহ ৯/১১-র ২০ বছরের বর্ষপূর্তি

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : ৯/১১-র আমেরিকার সেই ট্যুইন টাওয়ার হামলার ভয়াবহতায় বিশ্ব সেদিন কেঁপে উঠেছিল।আজ সেই ঘটনার ২০ বছরের বর্ষপূর্তি। ২০০১ এর ১১ ই সেপ্টেম্বর মার্কিন মুলুকে বিশ্ব বানিজ্য কেন্দ্রে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আলকায়দা৷ ১৯টি জঙ্গি দল এই সংগঠনের সঙ্গে জুড়ে একযোগে হামলা চালিয়েছিল৷ওই হামলায় মৃত্যু হয় ৩০০০ আমেরিকান ও অন্যান্য দেশের নাগরিকের। জখম হন ৬০০০-এরও বেশি মানুষ।বিনা অপরাধেই প্রিয়জনদের হারাতে হয়েছিল তাদের৷ ট্যুইন টাওয়ার হামলা গোটা বিশ্বের সন্ত্রাসের বিরুদ্ধে নেওয়া স্ট্র্যাটেজিতে বদলে দিয়েছিল। তারপর থেকেই সন্ত্রাস মোকাবিলায় আরও বেশি করে সক্রিয় ও একজোট হয় ভারত-সহ বিভিন্ন দেশ।

আজও ভয়াবহ সেই স্মৃতি মনে করলে কেঁপে ওঠে সকলেই। মার্কিন নাগরিকদের মনে সেই স্মৃতি আজও দগদগে। আমেরিকার ইতিহাসে মার্কিন মুলকে ৯/১১-র সন্ত্রাসী হামলা সবথেকে ভয়াবহ। ঘটনার মূল চক্রী ছিল ওসামা বিন লাদেন।লাদেন সেই সময় ছিল আফগানিস্তানে। পরবর্তীতে আমেরিকা আফগানিস্তানে হামলা চালিয়ে লাদেনকে নিকেশ করে সেই হামলার জবাব দেয়। আজকে তাঁদের স্মরণ করছে গোটা মার্কিন মুলুক৷সেই দিনের স্মৃতিচারণ করে ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম ট্যুইটে লিখেছে, ‘১০২ মিনিটই চিরদিনের মতো বদলে দিয়েছিল আমাদের জীবন।’ ১১ই সেপ্টেম্বর আমরা দেশ ও গোটা বিশ্বকে বলব ২০০১-এর হামলার ২০ তম বার্ষিকী স্মরণ করতে এবং আমাদের সঙ্গে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে।’