Date : 2024-04-19

কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়ে সিলমোহর ডিভিশন বেঞ্চে

স্নেহাশীষ চট্টোপাধ্যায়, রিপোর্টার : রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ পাওয়ার ভবিষ্যৎ এখনও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ঝুলে রয়েছে। কিন্তু রাজ্যের বিদ্যুৎ কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।শনিবার হাই কোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ দুই বিদ্যুৎ সংস্থার আবেদন খারিজ করেদেন। বিচারপতি রাজা শেখর মান্থর সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলেন এদিন ডিভিশন বেঞ্চ। ফলে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিদ্যুৎ সংস্থা গুলির কর্মীদের কেন্দ্রীয় হারে প্রাপ্য বকেয়া ডি এ বা মহার্ঘ্য ভাতা মিটিয়ে দিতে হবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মোতাবেক।

সিঙ্গেল বেঞ্চের রায় কে চ্যালেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানিকে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। শনিবার ডিভিশন বেঞ্চ রায়ে স্পষ্ট করে দিয়েছে, সংস্থাগুলি আর্থিক অনটনের কথা বলে কেন্দ্রীয় হারে বকেয়া ডি এ না দেওয়ার যে অজুহাত তাঁরা কর।কর্মীদের দিয়েছিল, পাশাপাশি আদালতে তাঁরা ভুল ব্যাখ্যা দিলেও তাদের ব্যালান্স সিট থেকে স্পষ্ট, দুই সংস্থা যথেষ্ট এই সময়ের মধ্যে আর্থিক লাভ করেছে। ফলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানিকে তাদের কর্মীদের বকেয়া কেন্দ্রীয় হারে ডি এ মেটাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ।নির্দেশ বিচারপতিসৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।