Date : 2024-04-25

ডেঙ্গিতে দিশেহারা যোগী রাজ্য

রিমা দত্ত, নিউজ ডেস্ক : ডেঙ্গির প্রকোপ বেড়েছে উত্তরপ্রদেশে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল যোগী সরকারের। ফিরোজাবাদ জেলার অবস্থা সবচেয়ে করুণ। এখনও পর্যন্ত ডেঙ্গুর প্রকোপে মৃত্যু হয়েছে 114 জনের। তার মধ্যে 88 জনই শিশু। রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতাল গুলিতে বেডের অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীদের অভিযোগ, হাসপাতালের পর্যাপ্ত বেড না থাকায় ভর্তি হতে পারছেন না অনেকেই। কার্যত উপযুক্ত পরিকাঠামোর অভাবেই প্রাণ হারাচ্ছেন অনেকেই। অনেক অভিভাবকেরাই শিশুদের নিয়ে আসছেন হাসপাতালে করাতে৤ তবে হাসপাতালে ভর্তি নিয়ে জটিলটা তৈরি হয়েছে অনেক।

বেড না থাকায় ফিরে যাচ্ছেন অনেকেই। আবার চিকিৎসা অভাবেই হাসপাতালে ভর্তির আগেই মৃত্যু অনেক শিশুর। ডেঙ্গি আক্রান্তের পরিজনদের বক্তব্য, শুধু ফিরোজাবাদ হাসপাতালে নয় এই একই ছবি রাজ্যে বিভিন্ন বিভিন্ন হাসপাতালে। শয্যার অভাবে কোলে শিশুদের নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন তাঁদের বাবা-মা। ফিরোজাবাদ জেলার মুখ্য আধিকারিকেরা জানিয়েছেন, ডেঙ্গি রুখতে তাঁরা কোনো ত্রুটি রাখছেন না। ইতিমধ্যেই জেলায় 95টি স্বাস্থ্যশিবির করা হয়েছে। শুধুমাত্র ফিরোজাবাদই নয়, আগরা, মথুরা ও মৈনপুরীর মতো জেলা গুলিতেও বেড়েছে ডেঙ্গির প্রকোপ। সর্বত্রই হাসপাতাল গুলিতে শয্যার অভাব। হাসপাতালের পরিকাঠামো নিয়ে উঠেছে প্রশ্ন।