Date : 2024-04-20

আফগানিস্তানে তালিবানি রক্তচক্ষু উপেক্ষা করে গোপনে চলছে পড়াশোনা

তথাগত চ্যাটার্জী, নিউজ ডেস্ক : আফগানিস্তানে তালিবানি রক্তচক্ষু উপেক্ষা করেই চলছে ক্লাস। প্রকাশ্যে মেয়েদের পড়াশোনা করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এসের মধ্যেও চলছে পড়াশোনা। সূত্রের খবর হেরাটের এক পড়ুয়া অনলাইনেই ক্লাস করছে। তবে তালিবানি ফতোয়ার ভয়ে সে কথা প্রকাশ্যে আনেনি ওই পড়ুুয়া। এত গোপনিয়তার কারণ কী। কারণ একটাই। নব গঠিত তালিবানরা মেয়েদের পড়াশোনায় চরম নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। ইতিমধ্যেই বহু নাগরিককে নৃশংশভাবে হত্যা করেছে তারা। সূত্রের খবর একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের পড়ুয়াদের জন্য ল্যাপটপ দিয়েছে। তাই অফলাইন পড়াশোনা না হলেও অনলাইনেই চলছে পড়াশোনা।

তাই তালিবানি খাঁড়ার কোপ থেকে বাঁচতে লুকিয়ে-চুরিয়েই চলছে ক্লাস। অন্যদিকে তালিবানি রাজে স্কুল-কলেজ খুললেও বারো বছর বয়সের ওপরে রয়েছে যারা, তারা স্কুলে যেতে পারবে না। একইসঙ্গে মহিলাদের লেখাপড়া করার ক্ষেত্রে চলতি বছরের শেষে ফের সিদ্ধান্ত নেওয়া হবে বলে তালিবান সরকার জানিয়েছে। সব মিলিয়ে তালিব জমানায় ফের পড়াশোনা নিয়ে টালমাটাল গোটা আফগানিস্তান।