Date : 2024-04-25

এখনও আছে সময়, পাকিস্তানের কাছে হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট ব্রিগেড

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : পাকিস্তানের কাছে জঘন্য হার থেকে ঘুরে দাঁড়াতে চাইছে ভারত। পাকিস্তানের কাছে এমন হার হবে একশো তিরিশ কোটির দেশে কেউ কি ভাবতে পেরেছিল। তবে হার-জিত খেলার অঙ্গ বলেই মনে করা হয় ক্রীড়া জগতে। রবিবারের ভারত-পাক ম্যাচ থেকে অনেক কিছুই শিক্ষণীয় বলে মনে করছে বিরাট ব্রিগেড। ভারতের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। মরণ-বাঁচন এই ম্যাচের আগে টানা সাতদিন সময় পেয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আর এই সময়টাকেই কাজে লাগাতে চাইছেন কোহলিরা। সাতদিনের মধ্যে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের খামতিগুলো শুধরে নিয়ে কিউয়িদের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর ভারত।

ভারত-পাক ম্যাচে টস অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে টস। তাই পরের ম্যাচেও টস যে এক্স ফ্যাক্টর হতে চলেছে তা এখন থেকেই মানছেন অনেকে। পাকিস্তানের জয়ের পরে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে দেশজুড়ে। প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থকরা সবাই অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন দলকে। ভারতকে হারিয়ে এখন টগবগিয়ে ফুটছে বাবর আজমের দল। তবে ভারতের পক্ষে কড়া চ্যালেঞ্জ হতে চলেছে আগামী ম্যাচ।