Date : 2024-04-16

এনসিবির বিরুদ্ধে কড়া মহারাষ্ট্র সরকার

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : মাদক কাণ্ডে এখনও জামিন পাননি শাহরুখপুত্র আরিয়ান খান। এই ঘটনায় ফের মুখ খুললেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। ফের এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। নবাব মালিকের দাবি, সামান্য পরিমাণ মাদক উদ্ধারের বিষয়টি দেখার কথা পুলিশের। এ নিয়ে এনসিবি গত ৩৫ বছরেও এত মাথা ঘামায়নি। বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী মামলার পর থেকে এ নিয়ে এত হইচই শুরু হয়েছে। সেই সময় মিথ্যা প্রমাণিত হয় এনসিবি। হাই কোর্ট রিয়াকে বেকসুর খালাস বলেই জানিয়েছে। তারপর মোট ২৫ জনকে তলব করা হয়। তবে চার্জশিটে নাম না থাকা সত্ত্বেও কেন তাঁদের ডাকা হয়, সেই প্রশ্ন তোলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। ইচ্ছাকৃতভাবে বলিউড সেলেবদের হেনস্তা করা হচ্ছে বলেই অভিযোগ।

তাঁর দাবি, এভাবে চলতে থাকলে বলিউডের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। যার প্রভাব পড়বে অর্থনীতিতেও।ইতিমধ্যেই এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। মুম্বই পুলিশের এসিপি স্তরের এক আধিকারিক তাঁর বিরুদ্ধে তদন্ত করবে। হুঁশিয়ারির ভঙ্গিমায় নবাব মালিকের দাবি সমীর ওয়াংখেড়ের চাকরি যাবে। সূত্রের খবর, এনসিবির ভূমিকায় ক্ষুব্ধ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখার কথা ভাবছেন তিনি।