Date : 2024-04-25

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে এখনই গ্রেপ্তার নয়: হাইকোর্ট

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার : ভোট-পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এর নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই-এর আতশ কাচে রয়েছে এ রাজ্যের একাধিক তৃণমূল নেতাকর্মীর নাম। যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বিজেপি নেতা কর্মীদের।ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করছে সিবিআই জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যদিও মামলা বিচারাধীন।

ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা নিয়ে নন্দীগ্রামে সিবিআই তারা তদন্ত করছেন এই অবস্থায় নন্দীগ্রাম বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট সুফিয়ান কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন । নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না। বুধবার মামলা চলাকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেল হোয়াই যে দস্তুর বক্তব্য পরিপ্রেক্ষিতে নির্দেশ দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।

হাই কোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শেখ সুফিয়ানের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। সিবিআই যাতে তাঁকে গ্রেফতার না করে, সে জন্যই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান। গ্রেফতারি এড়াতেই তিনি আগাম জামিনের আবেদন করেন। হাই কোর্টে সেই মামলারই শুনানি ছিল বুধবার। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হয়েছে এই শুনানি।

শুনানির সময় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর আদালতে জানিয়েছেন, তদন্তকারী সংস্থার অফিসাররা সকলেই নন্দীগ্রামে আছেন। তাঁরা ভোট পরবর্তী হিংসার তদন্ত করছেন। এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত সুফিয়ানকে গ্রেফতার করা হবে না বলে বিচারপতিকে জানানঅতিরিক্ত সলিসিটর জেনারেল। তাতে সম্মতি জানান বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। আগামী ৯ নভেম্বর রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। তত দিন সিবিআই গ্রেফতার করতে পারবে না তৃণমূল নেতাকে।