Date : 2024-04-20

বাজারে এল রিলায়েন্সের নতুন ফোন

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : দিওয়ালির আগে ফের ধামাকা। দুর্দান্ত সমস্ত ফিচার আর ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড্রয়েড ভার্সানের স্মার্টফোন নিয়ে হাজির রিলায়েন্স জিও। গুগলের সঙ্গে হাত মিলিয়ে যাত্রা শুরু হচ্ছে এই ফোনের। দিওয়ালির দিন থেকেই বাজারে মিলবে ফোনটি। ক্রেতাদের রীতিমতো চমকে দিয়ে বেশ সস্তায় ফোনটি আনল মুকেশ আম্বানির সংস্থা।ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রথমবার প্রগতি ওস, অ্যান্ড্রয়েড ভার্সানের ফোন বাজারে আনল রিলায়েন্স জিও। যা ক্রেতারা কিনতে পারবেন ন্যূনতম ১৯৯৯ টাকা ডাউন পেমেন্ট করলেই। বাকি টাকা দেওয়া যাবে ইএমআই-এর মাধ্যমে।

প্রতি মাসে ৩০০ টাকা দিলেই ফোনটি আপনার। কোম্পানির তরফে জানানো হয়েছে, ভারতীয় বাজারে স্মার্টফোনটি বিক্রি হবে ৬,৪৯৯ টাকায়। ইএমআই দিয়ে কিনতে চাইলে প্রথমে ১৯৯৯ টাকা দিতে হবে ক্রেতাদের। এরপর ১৮ অথবা ২৪ মাস ধরে ইএমআই দেওয়ার সুযোগ পাবেন।জিও মার্ট ডিজিটাল থেকে অথবা জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে ফোনটি কিনতে পারবেন। সব মিলিয়ে অত্যন্ত অল্প দামেই একগুচ্ছ ফিচারযুক্ত ফোন কিনতে কিংবা গিফ্ট দিতেই পারেন। দিওয়ালি নিঃসন্দেহে হয়ে উঠে স্পেশ্যাল।