Date : 2024-04-24

বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করলো কলকাতা হাই কোর্ট।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার : বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করলো কলকাতা হাই কোর্ট। তবে প্রদীপ, মোমবাতি ব্যবহার করতে পারবেন । গ্রীন ক্যাকার্স যে পরিবেশের পক্ষে ক্ষতিকারক নয় সেটা বিভিন্ন এক্সপার্ট দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।কিন্তু এগুলো যে সত্যি গ্রীন ক্যাকার্স সেটা কি ভাবে প্রমাণিত হবে…বিচারপতি

যিনি কিনছেন, যিনি বিক্রি করছে এবং সর্বোপরি পুলিশ কি ভাবে বুঝবেন যে এটা পরিবেশ ও মানুষের ক্ষতি করবে না…বিচারপতি।

করোনা তৃতীয় ঢেউয়ের অপেক্ষায় সাড়া দেশ।এই অবস্থায় বাজি পোড়ানো,বিক্রি করার অনুমতি দেবো কি ভাবে…. বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
বৃহত্তর মানুষের স্বার্থে র কথা ভেবে… ক্রেতা, বিক্রেতা, প্রস্তুতকারী সংস্থা কথা ভাবতেই হবে।

জাতীয় পরিবেশ আদালত, সুপ্রিমকোর্টের নির্দেশ দিয়েছেন বাজি বিক্রির নিয়ে…
গ্রীন ক্যাকার্স বিক্রির অনুমতি রয়েছে জাতীয় পরিবেশ আদালত এবং সুপ্রিমকোর্টের রয়েছে তবে বিক্রি এবং পোড়ানোর সময় পরীক্ষা করবেন কে।
অনুমতি দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কিন্তু সেগুলো কি ভাবে পরীক্ষা করা হবে কে পরীক্ষা করবেন তার কোন উত্তর নেই পর্ষদের…
উৎসবের মরশুমে কে পরীক্ষা করবেন।

একদিকে করোনা আক্রান্তের ও মৃত্যুর রাজ্যে দেশে উর্ধমুখী।এবং বহুমানুষের শ্বাসকষ্টের সমস্যা, সারা বছরের… বাতাসে মিশবে বিষাক্ত বাজির গন্ধ যা শরীরের পক্ষে ক্ষতিকারক।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ দিয়েছেন কি ভাবে বাজি পড়াবেন কোন সময়ের পড়াবেন…

বাজি বিক্রি কোন বাজির ছবি ডিসপ্লে করা যাবে না কালীপূজা, ক্রিসমাস, জগদ্ধাত্রী পূজা তে কোন বাজি বিক্রি বিক্রি করা পোড়ানো যাবে না।