Date : 2024-04-19

মুখ্যমন্ত্রীর ঘোষণা পরে যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্কুল স্যানিটাইজেশন এর কাজ।

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রীর নির্দেশ এরপর যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ চলছে স্কুলগুলিতে। দু’বছর বন্ধ ছিল স্কুল অনলাইনের মাধ্যমে পঠন-পাঠন চলছিল ।গতকাল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেন আগামী 15 তারিখ থেকে স্কুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর স্কুল সংস্কারের উদ্যোগী হয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রাঙ্গণ থেকে সমস্ত শ্রেণীকক্ষ গুলি চলছে স্যানিটাইজেশন করার কাজ।

রায়দিঘি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ এরপর আমরা তড়িঘড়ি স্কুলের প্রাঙ্গণ থেকে শ্রেণিকক্ষ গুলি পরিষ্কার-পরিচ্ছন্ন পাশাপাশি স্যানিটাইজা করার কাজ চালানো হচ্ছে। কোভিড স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে দুজন করে ছাত্র-ছাত্রী নিয়ে আপাতত পঠন-পাঠন শুরু করা হবে। স্কুল খোলাতে খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা।