Date : 2024-03-27

হাইকোর্টে মিললো না স্বস্তি শুভেন্দু ঘনিষ্ঠ’র

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার : শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দির আবেদনের সাড়া দিল না কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। পূজা অবকাশ এরপর নিয়মিত বেঞ্চে তার আবেদনের শুনানি হবে।

মানিকতলা থানা, কাঁথি থানা সহ চঞ্চল নন্দির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে তিনি জামিনে রয়েছেন। অবকাশকালীন বেঞ্চের তার আবেদন তার বিরুদ্ধে সমস্ত মামলার তদন্তের উপরে স্থগিতাদেশ জারি করুক আদালত।

সরকারি আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন ইতিমধ্যে এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে বিচারাধীন রয়েছে সুতরাং এমতাবস্থায় এই আবেদনের হস্তক্ষেপ করতে পারে না অবসরকালীন বেঞ্চ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চঞ্চল নন্দীর আবেদনে সাড়া না দিয়ে জানিয়ে দিলেন, পূজা অবকাশ এরপর নিয়মিত বেঞ্চে এই আবেদনের শুনানি হবে।

আইনজ্ঞ মহলের মতে তার বিরুদ্ধে তদন্তের গতি প্রকৃতিকে স্তব্ধ করার জন্যই চঞ্চল নন্দী অবসরকালীন বেঞ্চ থেকে কৌশলে নির্দেশিকা নিতে চেয়ে ছিলেন।