Date : 2024-03-29

মালগাড়িতে এবার এসি কোচ!

রিমা দত্ত, নিউজ ডেস্ক : বাতানুকুল ট্রেনের পর এবার মালগাড়িতেও এসি রেক। ভারতে এমন মালগাড়ি প্রথম বার। আর তা চলছে পঞ্জাবের সানেহওয়াল স্টেশন থেকে কর্নাটকের যশবন্তপুর পর্যন্ত। এই মালগাড়িটি চালাচ্ছে দক্ষিণ-পশ্চিম রেল। এই মালগাড়িতে এমন জিনিস পরিবহন হবে যা সবসময় ফ্রিজে রাখতে হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, দেশে প্রথমবার বাতানুকুল মালগাড়িতে চকোলেট তৈরির কাঁচামাল, নুডলস, টোম্যাটো সস, স্ন্যাক্সের মতো সামগ্রী বহণ করা হবে।

সূত্রের খবর, ২০টি যাত্রিবাহী বাতানুকুল বগি দিয়ে এই মালগাড়ি গুলি বানানো হয়েছে। যাত্রী বহনের জন্য বাতিল হওয়া বগি গুলিতে বার্থগুলি খুলে তৈরি করা হয়েছে মালগাড়ি। রেলের দাবি, এতে অনেকটাই কমতে পারে পন্য খরচ। সাধারণ মালগাড়িতে এই গুলি গেলে নষ্ট হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি। ফলে বাতানুকুল হওয়ায়, দ্রব্য গুলি নষ্ট হবে না। মালগাড়ির গতিও হবে ট্রেনের মতোই।