Date : 2024-03-29

ফের তালিবানি সন্ত্রাস, মহিলা খেলোয়াড়কে নৃশংস ভাবে খুন

তথাগত চ্যাটার্জী, নিউজ ডেস্ক : তালিবান আছে তালিবানেই। ফের রক্ত ঝরল আফগানভূমে। এবার খুন হতে হল সে দেশের বিখ্যাত ভলিবল খেলোয়াড়কে।এর আগে পরপর তালিবানি সন্ত্রাসের শিকার হতে হয়েছে ভারতীয় চিত্র সাংবাদিককে। জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীও বাদ পড়েননি তালিবানি দ্বেষ থেকে। কাবুল দখল করার পর থেকেই কার্যত আফগানিস্তানের শাসনভার হাতের মুঠোয় নিয়ে নিয়েছে তালিবান। জেহাদি সন্ত্রাসবাদীদের বিষনজরে পড়েছেন দেশের প্রতিবাদী ব্যক্তিত্বরা। সম্প্রতি কাবুলে বিসফোরণ হয়েছে। তবে এই ঘটনায় তালিবানের হাত রয়েছে কি না, সে খবর এখনও স্পষ্ট নয়।

কীভাবে খুন হলেন খেলোয়াড়। সূত্র মারফত জানা গিয়েছে নিহত আফগানিস্তানের জুনিয়র ভলিবল খেলোয়াড়ের নাম মেহজবিন হাকিমি। কাবুল মিউনিসিটিপ্যাল কর্পোরেশনের হয়ে খেলতেন তিনি। খেলায় যথেষ্ট সুনামও অর্জন কুড়িয়েছিলেন মেহজবিন। এই ঘটনাটি চলতি মাসে বেশ কিছুদিন আগে ঘটেছিল। তবে এতদিন পর্যন্ত তা প্রকাশ্যে আসেনি। কিন্তু কেন। এখানেও রয়েছে তালিবানি চোখরাঙানি। মৃতের পরিবারকে তালিবানের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল, খুনের ঘটনা জানাজানি হলে তাদেরও প্রাণ সংশয় হবে। তালিবানি আক্রোশের মুখে পড়ে অনেকেই দেশ ছাড়ছিলেন। তবে অনেকের দেশ ছে়ড়ে পালানোর অবকাশ হয়নি। নিহত মেহজবিন সেই দলেরই একজন ছিলেন বলে জানা গিয়েছে।