Date : 2024-04-20

রেকর্ড পাশ তবুও আসন শূন্য

নাজিয়া রহমান, রিপোর্টার : 2021 এর উচ্চমাধ্যমিকের প্রায় সব পড়ুয়ায় পাস করেছে। অন্য বছরের তুলনায় এবার পাশের হার রেকর্ড ছাড়িয়েছে। যে বছর এত ভাল ফল সে বছরও আসন ফাঁকা তা যথেষ্ট উদ্বেগের কারণ বলে মত শিক্ষক মহলের। কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়েও স্নাতকে আসন ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, যাদবপুরের বিজ্ঞান বিভাগে ৩৩৩ টির মধ্যে ১০০টির ও বেশি আসন ফাঁকা,কলা বিভাগে ৬৪২ টির মধ্যে প্রায় ২৩০টি আসন ফাঁকা রয়েছে।

অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও একই ছবি, আবেদনকারী পড়ুয়ার সংখ্যা প্রায় ৬০হাজার।প্রেসিডেন্সিতে মোট আসন সংখ্যা ৬৬৫।যার মধ্যে প্রায় ২৪০টি আসন ফাঁকা।

পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বেশকিছু কলেজেও স্নাতককে ফাঁকা রয়েছে আসন। সুরেন্দ্রনাথ কলেজে প্রায় হাজারখানেক শূন্য রয়েছে আসন। লেডি ব্রেবোর্ন, জয়পুরিয়া, বিদ্যাসাগর, আশুতোষ, স্কোটিশ চার্চ কলেজের মত কলেজেও স্নাতকে শূন্য রয়েছে আসন।

শিক্ষক মহলের মতে আসন ফাঁকা থাকার মূল কারণ গুলি হল : –

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন অনলাইনে
চলতি বছরে স্নাতকে লাগেনি কোন ফর্ম ফি
তাই জমা পড়েছে একাধিক আবেদন পত্র
একই পড়ুয়ার নাম একাধিক কলেজের মেধাতালিকায় থাকছে
কতৃপক্ষ জানতে পারছেন না আবেদনকারী কোথায় ভর্তি হয়েছেন
প্রবেশিকা না হওয়ায় হয়নি মূল্যায়ন
উচ্চমাধ্যমিকের সমতুল্য পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই প্রকাশিত হয়েছে মেধাতালিকা

স্নাতকে শূন্য আসন ভর্তি করতে বাড়ানো হয়েছে সময়সীমা। শিক্ষা দফতর সূত্রের খবর ৮ অক্টোবর পর্যন্ত চলবে ভর্তি। ভর্তির সময় বাড়ায় শূন্য আসন অনেকটাই পূর্ণ হবে বলেই মত শিক্ষক মহলের।