Date : 2024-04-19

লাদাখে ফের সক্রিয় চিনা ফৌজ

তথাগত চ্যাতার্জি, নিউজ ডেস্ক : প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আবারও সক্রিয় হয়ে উঠেছে চিনা সেনা। তবে লালফৌজের দাপাদাপি রুখতে এবার মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক মানের এমএম কামান। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যান ভারতীয় সেনা প্রধান এম কে নারাভানে। তিনি জানান ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ফের সেনাবৃদ্ধি করছে লালফৌজ। তার পাল্টা জবাব দিতে তৈরি রয়েছে ভারতীয় সেনা। শনিবার লাদাখের পার্বত্য অঞ্চলে এম ৭৭৭ ও কে-৯ বজ্র কামান মহড়া দেয়। দুর্গম পাহাড়ি এলাকায় চিনা সেনার সঙ্গে টক্কর দিতেই অত্যাধুনিক প্রযুক্তির কামানগুলিকে মোতায়েন করেছে ভারতীয় সেনা। স্থিতাবস্থা ফিরিয়ে আনতে বিগত কয়েক বছর ধরেই একাধিকবার আলোচনার টেবিলে বসেছে ভারত-চিন।

তবে কোনওভাবেই লাদাখ সমস্যার সমাধান বা রফাসূত্র মেলেনি। প্যাংগং ও তার পাশ্ববর্তী এলাকায় দফায় দফায় খণ্ডযুদ্ধ বেধেছে ভারত-চিন সেনার সঙ্গে। লাদাখে ভারতীয় সেনা প্রধান এম কে নারাভানের সঙ্গে এসেছিলেন লাদাখের লেফটেন্যান্ট গর্ভনর এম কে মাথুর। তাঁরা এই বিষয়ে আলোচনাও করেন। সূত্রের খবর এম ৭৭৭ কামান আমেরিকার ন্যাটো বাহিনীর অন্যতম হাতিয়ার ছিল।এই কামান হেলিকপ্টারের সাহায্যে দুর্গম পাহাড়ি এলাকায় মোতায়েন করা যায়। সব মিলিয়ে আটঘাট বেঁধেই চিনের জবাব দিতে তৈরি হচ্ছে ভারত।