Date : 2024-04-20

Farm bill : কৃষকদের গাড়ি চাপা এক রাজ্যে, কৃষকদের পাশে থাকতে বৈঠকে আর এক রাজ্য

সঞ্জু সুর, রিপোর্টার : রাজ্যের কৃষিক্ষেত্র এবার বিষম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। একে তো অতিবৃষ্টি, তার উপর দুই বারের বন্যা এবার যথেষ্ট ক্ষতি করেছে খরিফ মরসুমে। বিশেষ করে দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাই এর ভুক্তভোগী। নভেম্বর মাস থেকে শুরু হবে রবি মরসুম। সেই সময় যাতে কৃষকরা আর কোনো সমস্যায় না পড়েন তার জন্য কৃষি সচিব ওঙ্কার সিং মীনা সোমবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রতিটি জেলার কৃষি আধিকারিকদের সাথে।

সূত্রের খবর, বৈঠকে আগামী রবি মরসুমের জন্য সব রকম প্রস্তুতি এখন থেকেই সেরে রাখার নির্দেশ দিয়েছেন কৃষি সচিব। সেই সঙ্গে কৃষকদের জন্য রাজ্য সরকারের যে যে সহায়তা প্রকল্প রয়েছে সেগুলোর লাভ যেন প্রতিটা কৃষক ওঠাতে পারে তার জন্য কৃষকদের প্রয়োজনীয় সাহায্য করার কথাও বলেছেন তিনি। রাজ্যে ডিমের উৎপাদনে স্বনির্ভর হ‌ওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার পোলট্রি চাষে উৎসাহ দিচ্ছেন। এক্ষেত্রে মুরগীর খাবারের জন্য প্রয়োজনীয় ভুট্টা যাতে রাজ্যেই পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা যায়, তাই কৃষকদের ভুট্টা চাষে উৎসাহ দেওয়ার বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে। ডাল, তৈল বীজ, বোরো ধান চাষের পাশাপাশি পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় সরষে চাষে গুরুত্ব দেওয়া হয়েছে। শস্যবীমা, নতুন কৃষক বন্ধু প্রকল্প, চাষীদের পেনশন, ফার্ম মেকানাইজেশন অর্থাৎ ফার্মগুলোর আধুনীকিকরণে সহায়তা, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদান সহ কৃষকদের পাশে থাকার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা সুবিধা দেওয়া যায় সব বিষয়েই প্রাধান্য দিতে হবে বলে বৈঠকে জানিয়েছেন কৃষি সচিব ওঙ্কার সিং মীনা। নবান্ন সূত্রে আরো খবর, কেন্দ্রের তিনটি কৃষি আইন নিয়ে সারা দেশজুড়ে চলা কৃষক বিদ্রোহের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি দফতরকে আলাদা করে নির্দেশ দিয়েছেন যাতে আমাদের রাজ্যের কৃষকরা কোনো সমস্যায় না পড়েন, সেটা নিশ্চিত করতে। সূত্রের খবর, বৈঠকে এই বিষয়টার দিকে বেশি নজর দিতে বলা হয়েছে। এদিকে দুই বারের বন্যায় এখনও কতটা চাষের জমি জলের তলায় রয়েছে, কোন কোন ফসলের চাষে কতটা ক্ষতি হয়েছে, জল নেমে যাওয়ার পর কতটা জমি পুনরায় চাষযোগ্য করে তোলা সম্ভব হয়েছে, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ কত এই বিষয়গুলো নিয়ে সম্যক ধারণা করে নেওয়ার জন্য একেবারে ব্লক কৃষি আধিকারিকদের থেকে রিপোর্ট নেওয়া হয়েছে।