Date : 2024-04-20

Afganistan : আফগানিস্তানের সীমান্তে মোতায়েন মানববোমা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : তালিবানের এক বিশেষ বাহিনীর হাতেই তুলে দেওয়া হচ্ছে দেশের সীমান্তের দায়িত্ব। বিশেষ করে তাজিকিস্তান সীমান্ত বরাবর মোতায়েন করা হচ্ছে মনসুর বাহিনীকে। আত্মঘাতী হামলা চালানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই দলটি লস্কর-ই-মনসুর বা মনসুর সেনা নামে পরিচিত।পূর্বের আফগান সরকার এবং মার্কিন সেনাঘাঁটিতে তালিবানি হামলার জন্য ব্যবহার করা হত এদেরকেই। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এই বাহিনী নিজেদের মানববোমায় পরিণত করতে পারে যে কোনও সময়। এবার বাদাখশান প্রদেশের চিন ও তাজিকিস্তান সীমান্তে মোতায়েন করা হচ্ছে তাদের।তালিবানদের মতে এই সেনা ছাড়া আমেরিকার বিরুদ্ধে লড়াই করা সম্ভব ছিল না।পূর্বে বিস্ফোরক ভর্তি পোশাক পরে আফগানিস্তানের মার্কিন সেনাঘাঁটিগুলিতে হামলা চালাত তারা।

বিস্ফোরণ ঘটিয়ে মার্কিন সেনা এবং তাদের সম্পত্তির ক্ষতি করেছে। এরা ভয়ডরহীন হয়ে ঈশ্বরের জন্য লড়াই করে বলেই মানেন তাঁরা। তাদের হাতে রয়েছে কাবুল বিমানবন্দরের দায়িত্বও। দিন কয়েক আগেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের সচিব জন কার্বি জানিয়েছিলেন আমেরিকার অধিকার রয়েছে আফগানিস্তানে ফের ড্রোন হামলা চালানোর। তাঁর এই মন্তব্যের পরেই ওয়াকিবহাল মহলের মত তাহলে কি আফগানিস্তানে ফের যুদ্ধ করতে দেখা যাবে আমেরিকাকে? এদিকে আমেরিকার এই হুমকির পরেই সীমান্তে আত্মঘাতী স্কোয়াডকে মোতায়েনের সিদ্ধান্ত নিল তালিবান।চিন ও তাজিকিস্তান সীমান্তে এই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।