Date : 2024-04-18

মানবদেহে শূকরের কিডনি, চিকিৎসায় নয়া নজির

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : চিকিৎসা বিজ্ঞানে অভিনব নজির। মানবদেহে বসল শূকরের কিডনি। একটি মহিলার দেহে প্রতিস্থান করা হয়েছে কিডনিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সফলভাবে এই জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সূত্রের খবর যে রোগীর দেহে এই অস্ত্রোপচার হয় তাঁর ব্রেন ডেথ হয়েছিল। পরিবারের সম্মতিতে তাঁকে লাইফ সার্পোট সিস্টেমে রাখা হয়েছিল। একইসঙ্গে কিডনিও খারাপ হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারের পরে তাঁর দেহে স্বাভাবিকভাবেই কিডনি কাজ করছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

বেশ কয়েক দশক ধরেই অঙ্গ প্রতিস্থাপন নিয়ে কাজ করে আসছেন ওই হাসপাতালের চিকিৎসক ও গবেষকরা। তবে অন্য প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনে তেমনভাবে সাড়া পাওয়া যাচ্ছিল না। এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল দেহে শর্করার পরিমাণ। এই অস্ত্রোপচারের পরে চিকিৎসকেরা জানিয়েছেন আমাদের পরীক্ষা-নিরিক্ষা ঠিক পথেই এগোচ্ছে।