Date : 2024-04-20

LakhimpurKheri : যোগীরাজ্যে কৃষি আইনের প্রতিবাদ, বিক্ষোভরত কৃষকদের পিষে দিল মন্ত্রীপুত্র

মাম্পি রায়, নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশে বিক্ষোভরত কৃষকদের পিষে দেওয়ার অভিযোগ উঠল মন্ত্রীপুত্রর বিরুদ্ধে। রবিবার লখিমপুর খেরিতে মর্মান্তিক এই ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারপরই ব্যাপক হিংসা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। রবিবার টিকুনিয়ায় একটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। সেখানেই অজয় মিশ্রর পৈতৃক ভিটে। সভার কাছেই কৃষকরা বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন। মন্ত্রীকে কালো পতাকা দেখানোর পরিকল্পনাও ছিল তাঁদের। আশিস মিশ্রর গাড়ির সামনেও বিক্ষোভ দেখান কৃষকরা। অভিযোগ তখনই কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যান।

তাতেই দুই কৃষকের মৃত্যু হয়।  সংযুক্ত কিষাণ মোর্চা টুইট করে জানিয়েছে, লখিমপুর খেরির ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৮জন। রাস্তার পাশে দাঁড়িয়ে কৃষি আইনের প্রতিবাদ করছিলেন তাঁরা। তখনই মন্ত্রীর ছেলের কনভয় পিষে দেয় কৃষকদের।     

ঘটনার পর লখিমপুর খেরিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী।