Date : 2021-11-27

একবছর ধরে চলবে নাসার ডার্ট মিশন

রিমিতা রায়, নিউজ ডেস্ক : অবশেষে সাফল্য। ২৪ নভেম্বর ভারতীয় সময় সকাল ১১টা ৫০মিনিটে ডার্ট মিশন লঞ্চ করল নাসা। অভিযানের সময় ধার্য করা হয়েছে এক বছর।এই অভিযানের মূল লক্ষ্য এটি মূলত একটি স্পেসক্র্যাফট গ্রহাণুর মুখোমুখি হয়ে তা ভেঙে দেবে। পৃথিবীপৃষ্ঠে গ্রহাণুদের ক্ষতিকর প্রভাব রুখতেই মার্কিন স্পেস এজেন্সি নাসা তাদের মিশন লঞ্চ করেছে। এখন প্রশ্ন এই ডার্ট কী? ডার্টের পুরো কথা হল ডাবল অ্যাসটরেড রিডাইরেকশন টেস্ট। প্রায় অর্ধেক মাইল এলাকা জুড়ে এই মিশন কার্যকর হবে। তবে কীভাবে পৃথিবী থেকে এর কাজ পর্যবেক্ষণ করবেন বিজ্ঞানীরা? পৃথিবীতে থাকা টেলিস্কোপের মাধ্যমে এই সিস্টেম পর্যবেক্ষণ করা হবে। নাসার ইতিহাসে এই প্রথম এরকম একটি পদক্ষেপ নেওয়া হল। বিজ্ঞানীদের মতে, এই প্রথম প্রযুক্তির সহায়তায় পৃথিবীর উপর গ্রহাণুর প্রভাব রুখে দেওয়া সম্ভব হবে।