Date : 2024-04-20

অনলাইনে বিক্রি গাঁজা?


পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : অনলাইনে বিক্রি হচ্ছে গাঁজা।বিস্ফোরক অভিযোগ উঠল জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজনের বিরুদ্ধে। আমাজনের সিনিয়র এক্সিকিউটিভদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।গত ১৪ নভেম্বর সেন্ট্রাল মধ্যপ্রদেশ থেকে ২০ কেজি মারিজুয়ানা-সহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, আমাজন ইন্ডিয়া ওয়েবসাইট থেকে অভিযুক্তরা গাঁজা অর্ডার করেছিল। পরবর্তীতে যা খোলা বাজারে বিক্রির ছক কষেছিল তারা। আর তারপরই প্রশ্ন উঠতে শুরু করে, ই-কমার্স সাইটে কীভাবে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাদক।মধ্যপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের আওতায় অভিযোগ তোলা হয়েছে আমাজন ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টরদের বিরুদ্ধে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করলে জবাবে অসঙ্গতি ছিল বলেই জানা গিয়েছে।তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।বিষয়টি সামনে আসার পর প্রথমে আমাজন এক্সিকিউটিভকে তলব করে পুলিশ জানতে পারে জনপ্রিয় এই ই-কমার্স সাইট থেকে অন্তত এক হাজার কেজি ড্রাগ বিক্রি হয়েছে। যার মূল্য আনুমানিক ১ লক্ষ ৪৮ হাজার ডলার। তবে এই ঘটনায় সাফাই দিয়ে আমাজন জানায়, নিষিদ্ধ কোনও পণ্য তাদের ওয়েবসাইটে বিক্রির অনুমতি দেওয়া হয় না। কীভাবে এমনটা হল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি যারা এই ওয়েবসাইটকে কাজে লাগিয়ে ড্রাগ বিক্রির চেষ্টা করেছে, সেই বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। বর্তমান সময় প্রত্যেকেই যেভাবে অনলাইন শপিংএ কেনাকাটায় অভ্যস্ত সেখানে এইভাবে অনলাইন শপিং এভাবে মাদক কেনাবেচা সত্যিই আশঙ্কার বিষয়।এখন এই ঘটনায় আদৌ আমাজন জড়িত কিনা তা তদন্ত সাপেক্ষ।