Date : 2024-04-25

আদানির বন্দরে পাকিস্তানগামী জাহাজ থেকে উদ্ধার তেজস্ক্রিয় পদার্থ

রিমা দত্ত, নিউজ ডেস্ক : মাদকের পর এ বার তেজস্ক্রিয় পদার্থ। শিল্পপতি গৌতম আদানির মুন্দ্রা বন্দর থেকে উদ্ধার হল এই তেজস্ক্রিয় পদার্থ। জাহাজটি চিনের সাংহাই থেকে পাকিস্তানের করাচি বন্দরে যাচ্ছিল।

শুক্রবার আদানি গোষ্ঠীর একটি বিবৃতিতে বলা হয়, “কেন্দ্রীয় শুল্ক (কাস্টমস) এবং রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)-এর যৌথ অভিযানে বিদেশি জাহাজের কন্টেনার থেকে অঘোষিত বিপজ্জনক পদার্থ বাজেয়াপ্ত করা হয়েছে।”

কয়েকমাস আগেই, আদানির ওই বন্দরেই একটি জাহাজ থেকে দু’টি কন্টেনার বোঝাই প্রায় ৩,০০০ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। আর ওই অভিযানে মাদক-সহ গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। আফগানিস্তান থেকে ‘পাউডার’ আমদানির নাম করে মাদকের চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। তবে শুক্রবার জাহাজ থেকে অধিক পরিমানে মাদক কোথা থেকে এল, কারাই বা এর সঙ্গে যুক্ত। নাশকতার ছক? নাকি অন্য কোনও কারণ? তদন্ত করে দেখছে, কেন্দ্রীয় শুল্ক (কাস্টমস) এবং রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)।