Date : 2024-04-19

উত্তর ভারতের লজিস্টিক গেটওয়ে

রিমিতা রায়, নিউজ ডেস্ক : আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি। নির্বাচনের আগে দফায় দফায় উন্নয়নকেই হাতিয়ার করছে পদ্মশিবির। কৃষি আইন প্রত্যাহারের পর এই প্রথম জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের কাছে উন্নয়নের রূপরেখা আরও জোরদারভাবে পৌঁছে দিতে উত্তরপ্রদেশে গৌতমবুদ্ধ নগরে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।১৩০০ হেক্টর জমির উপর তৈরি এই বিশাল বিমানবন্দরটির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। শিলান্যাস করে প্রধানমন্ত্রী বলেন, নতুন বিমানবন্দর পর্যটন শিল্পে দেশকে এগিয়ে নিয়ে যাবে। কৃষিক্ষেত্রেও যুগান্তরকারী বদল আনবে এটি। উত্তর ভারতের লজিস্টিক গেটওয়ে হিসেবে ধরা হবে নয়ডা বিমানবন্দরকে। এদিন প্রধানমন্ত্রীর জনসভাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ১৩০০ হেক্টর জমির উপর তৈরি হচ্ছে এই বিমানবন্দরটি।

উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, বুলন্দেশ্বর, আলিগড় এলাকাগুলি আরও বেশি করে লাভবান হবে বিমানবন্দরটি তৈরি হলে। প্রতি বছর এই বিমানবন্দর ১.২ কোটি যাত্রী পরিষেবা দিতে সক্ষম বলে জানানো হয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে সম্পূর্ণ বিমানবন্দরই তৈরি হয়ে যাবে বলে জানানো হয়েছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দর হবে এটি। উত্তরপ্রদেশে দশম বিমানবন্দর হবে এটি। এরপরেই কৃষিক্ষেত্রের উন্নয়নের প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রেদেশে কৃষিক্ষেত্রে সম্ভাবনার কথা তুলে ধরেন তি্নি। তিনি বলেন, ২০ বছর আগে এই বিমানবন্দরের স্বপ্ন ছিল। তা অবশেষে পূরণের পথে। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য কর্মসংস্থান বাড়বে। এদিন উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এশিয়ার বৃহত্তম বিমানবন্দরটি তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশে।