Date : 2024-04-24

উপগ্রহ চিত্রে দূষণের ছবি

রিমিতা রায়, নিউজ ডেস্ক : বিষাক্ত ধোয়ায় ঢেকে গিয়েছে দিল্লির আকাশ। নিষেধ সত্বেও দীপাবলি উদযাপনেই বিপদ ঘনিয়ে আসল। ফলও মিলেছে তার। দিল্লিতে বায়ু দূষণের মাত্রা চরমে পৌঁছেছে। দিল্লির আকাশ ধোঁয়াশায় ঢেকেছে। অনেকেরই গলার সমস্যা এবং চোখ থেকে জল বেরনোর সমস্যা দেখা দিয়েছে। আনন্দের পরই বিপদ নেমে এসেছে দিল্লির আকাশে। বায়ুদূষণে ঢেকেছে দিল্লি সহ সংলগ্ন রাজ্যগুলি সেই ভয়াবহ ছবি উঠে এসেছে নাসা উপগ্রহ চিত্রে। সেই ছবি দেখে আতঙ্কিত বিশেষজ্ঞরা। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে। পঞ্জাব, হরিয়ানা থেকে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর কারণে তৈরি ধোঁয়া এগিয়ে আসছে দিল্লির দিকে।

ছবিতে লাল রং দিয়ে তা চিহ্নিত করা হয়েছে। উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে কোথায় কোথায় বড় ধরণের আগুন জ্বলছে। আপাতত দিল্লির সমস্ত সরকারি অফিসের অন্তত ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির সীমান্তের ৩০০ কিলোমিটারের ১১টি বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট রয়েছে, তাদের মধ্যে ৬টি প্ল্যান্ট আপাতত দূষণ নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত এই বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্টগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।