Date : 2024-04-19

করোনা আবহে শুরু হচ্ছে পঠনপাঠন।কোভিড বিধি মেনে চলতে স্কুলগুলিকে পাঠানো হল নির্দেশিকা

নাজিয়া রহমান, রিপোর্টার : করোনা আবহে শুরু হচ্ছে পঠনপাঠন। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একটু বাড়তি সতর্ক শিক্ষা দফতর। কঠোরভাবে কোভিড বিধি মেনে চলতে স্কুলগুলিকে পাঠানো হল নির্দেশিকা।

১৬নভেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অফলাইনে পঠনপাঠন। স্কুল খোলার আগে শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দেশিকা পাঠাল শিক্ষাদফতর।

একনজরে দেখে নেওয়া যাক নির্দেশিকায় কি বলা হয়েছে।
স্কুলগেটে যাতে কোনরকম ভাবে জমায়েত বা জটলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
কোভিড বিধি মেনে চতে হবে।
শারীরিক দূরত্ব মেনে চলতে স্কুল গেট থেকে ক্লাস রুম পর্যন্ত বৃত্ত টেনে দিতে হবে।
অনন্তপক্ষে স্কুল গেটের সামনে ৩জন করে কর্মী মোতায়েন করতে হবে।
সকলের মাস্ক পরা বাধ্যতামূলক।
স্যানিটাইজার, থার্মল গান ব্যবহার করতে হবে
পড়ুয়াদের মধ্যে তিন ফুট দূরত্ব মেনে ক্লাস রুমে বেঞ্চ রাখতে হবে।
সকাল ৯.৩০থেকে নবম ও একাদশ শ্রেণির পড়ুয়া এবং বেলা ১০.৩০ দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের । তাই সকাল 9 টার মধ্যে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিজ নিজ বিদ্যালয়ে পৌঁছে যেতে হবে।
বিদ্যালয়,বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার, সানিটাইজ করা, পর্যাপ্ত পরিমানে জল ও পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে।
কোনও পড়ুয়ার অসুস্থতা দেখা গেলে তাকে আইসোলেশন রুম রাখতে হবে এবং তৎক্ষণাৎ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।
কোভিড বিধি মেনে চলা ও অন্যান্য বিষয়ে সচেতনতার জন্য পোস্টারিং করতে হবে

কোভিড বিধিকে কঠোরভাবে মেনে চলার বিষয়ে কড়া স্কুল কর্তৃপক্ষ। স্কুল স্যানিটাইজেশনের পাশাপাশি নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।