Date : 2024-04-23

ট্রেনের ভাড়া তিন গুণ! মাথায় হাত যাত্রীদের

রিমা দত্ত, নিউজ ডেস্ক : দীর্ঘ ৬ মাস পর রবিবার থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। যাত্রীদের একাংশের অভিযোগ, সোমবার থেকে বিভিন্ন ট্রেনে উঠলেই গুণতে হচ্ছে তিন গুণ ভাড়া। বর্ধমান থেকে রামপুরহাট হোক বা আসানসোল, ট্রেনের ভাড়া তিন গুণ বেড়েছে বলে জানান, যাত্রীরা। করোনা আবহে যাত্রীরা যাতে কম যাতায়াত করে সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, বর্ধমান স্টেশনের ম্যানেজার স্বপন অধিকারী।

সাধারণ যাত্রীদের কথায়, বর্ধমান থেকে গুসকরা পর্যন্ত এত দিন ট্রেনে ভাড়া যেখানে ১০ টাকা ছিল, সেখানে সোমবার থেকে তা এক লাফে বেড়ে হয়েছে ৩০ টাকা। বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা। যার জেরে নাকাল হতে হচ্ছে যাত্রীদের। তবে হাওড়া ও কর্ড শাখায় অপরিবর্তিত রয়েছে ট্রেনের ভাড়া। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী, প্যাসেঞ্জার ও মেমু ট্রেনে এখন থেকে মেল বা এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত টিকিটের ভাড়া নেওয়া হচ্ছে। কারণ, অতিমারি পরিস্থিতিতে প্যাসেঞ্জার এবং মেমু ট্রেন স্পেশাল হিসাবে চলছে। পাশাপাশি, ভিড় নিয়ন্ত্রণের জন্য এই বিশেষ ব্যবস্থা।’’