Date : 2024-04-19

ডোকালাম সীমান্তে গ্রাম বানিয়েছে চিন, বাড়ছে ভারতের উদ্বেগ

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : ভারতের রক্তচাপ বাড়িয়ে এবার ভুটানের ডোকালাম সীমান্তে গ্রাম বানাচ্ছে চিন। উপগ্রহ চিত্র বলছে এমনটাই। সূত্রের খবর ভুটানের ডোকালাম লাগোয়া অঞ্চলে একশো কিলোমিটার জায়গা জুড়ে প্রায় চারটি গ্রাম বানানোর কাজ করছে চিন। ওপেন সোর্স নামে এক উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। এই ডোকালামেই ভারত-চিনের সঙ্গে ২০১৭ সালে যুদ্ধ হয়েছিল। চিন ও ভুটানের এই অঞ্চল স্পর্শকাতর বলে মনে করা হয়।

ভারত ছাড়া ভুটানের সঙ্গেও চিনের সম্পর্ক খুব একটা ভালো নয়। এই নির্মাণকাজের ফলে পরোক্ষে ভারতের ওপর চাপ বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। গ্রাম ছাড়াও ওই এলাকায় বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে চিন। সূত্র মারফত জানা গিয়েছে যে অঞ্চলে ওই গ্রাম বানানোর কাজ চলছে, সেটির ভৌগলিক ও মানচিত্রগত গুরুত্ব রয়েছে। এর আগে অরুণাচলপ্রদেশে চিনের গ্রাম বানানোর ঘটনা সামনে এসেছে। এই খবর নিয়েও যথেষ্ট উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় সরকার। তার ওপর এই ঘটনা ভারতের রক্তচাপ যে ফের বাড়িয়ে দিল, সে কথা বলাই বাহুল্য।