Date : 2024-04-23

নিম্নচাপের জেরে দিনভর মুখভার আকাশের – আগামীকাল থেকে উন্নতি আবহাওয়ার

সায়ান্তিকা ব্যানার্জি, রিপোর্টার : নিম্নচাপের জেরে সপ্তাহের প্রথম দিনেই আকাশের মুখভার থাকল দিনভর ৷ রবিবার রাত থেকেই কিছু জায়গায় শুরু হয় বৃষ্টি। আজ সকালেও হাওড়াতে বৃষ্টি হয়েছে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

আলিপুরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল থেকে স্বাভাবিক হতে পারে আবহাওয়া। চলতি সপ্তাহের শেষের দিকে পড়তে পারে জাঁকিয়ে শীত। তবে রাজ্যে পুরোপুরি শীতের আমেজ ঢুকতে এখনও খানিকটা দেরি আছে।

কাল থেকে বাড়বে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রা কমবে। বুধবার আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই শীতের মরশুমই হতে চলেছে শীতলতম শীতের মরশুম।