Date : 2024-04-20

পরিষেবা শুরুর পথে দেশের সস্তা উড়ান

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : নতুন এয়ারলাইন্স চালু করতে চলেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা।লো কস্ট ক্যারিয়ার তথা ন্যূনতম খরচে বিমান পরিষেবা দেওয়ার পথে আরও একধাপ এগোলেন তিনি। ‘আকাশা এয়ার’ নামে তাঁর উড়ান সংস্থার জন্য ৭২টি বোয়িং জেটের বরাত দেওয়া হয়েছে।সামনের বছর থেকেই পরিষেবা শুরু করতে চায় ঝুনঝুনওয়ালার সংস্থা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন সংস্থার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে তারা। এই পরিস্থিতিতে এবার মার্কিন সংস্থার কাছে বিমানের বরাত দিল ‘আকাশা এয়ার’।এদিকে করোনা অতিমারীর আবহে বিমান চলাচল ক্ষেত্রকে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই পরিস্থিতিতে আশা জাগাচ্ছে ‘আকাশা এয়ার’।বর্তমান পরিস্থিতিতে বিপুল বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে।তবে রাকেশ ঝুনঝুনওয়ালা আগেই জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী যে এই বিনিয়োগে সফল হবেন। এই পরিস্থিতিতে আশায় ভর করে নতুন সূচনা করতে চাইছেন রাকেশ। গত অক্টোবরেই বিমান মন্ত্রক তাঁদের উড়ান চালু করার অনুমতি দিয়েছে। আপাতত আগামী বছরেই পরিষেবার দিকে চোখ রেখে এগোতে চাইছে তাঁর সংস্থা।