Date : 2024-04-25

পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনকে সব রকম সহায়তার আশ্বাস দিল রাজ্য সরকার

সুচারু মিত্র, রিপোর্টার : কলকাতা ও হাওড়ার পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনকে সব রকম সহায়তার আশ্বাস দিল রাজ্য সরকার।কমিশনের চাহিদা মতো পর্যাপ্ত পুলিশ, ভোটকর্মী, বুথের পরিকাঠামো তৈরি করার আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । মুখ্যসচিব ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য, স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম সহ কমিশন ও সরকারের পদস্থ আধিকারিকেরা। ভোটের আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পুলিস, ভোট কর্মী, বুথের পরিকাঠামো, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সবরকম আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্য নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, আগামী মঙ্গলবার পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বের হতে পারে। সেই দিকে তাকিয়ে রয়েছে কমিশন এবং রাজ্য সরকার উভয়পক্ষই। 72 ঘন্টা আগেই শেষ হবে প্রচার