Date : 2024-04-25

ফের বিস্ফোরণ আফগানিস্তানে

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। এই ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন প্রায় পনেরোজন। কাবুলের একটি মসজিদে নামাজ পাঠ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর কাবুলের নানঘরহরের ওই মসজিদে নমাজ পাঠ চলছিল। সেই সময়ই কেঁপে ওঠে মজসিদ চত্বর। ইমামের বসার পাশের লাউডস্পিকারে বিস্ফোরক রাখা ছিল। আওয়াজে সেটি ফেটে ওঠে। রক্তাক্ত হয়ে ওঠে এলাকা। তালিবানদের হাতে ক্ষমতা চলে যাওয়ার পরেই বারবার জঙ্গি আক্রমণ ঘটছে সে দেশে। চলতি বছরের অক্টোবরে দিন কয়েক আগেই কান্দাহারের একটি মসজিদে বিস্ফোরণ হয়েছিল।

প্রায় পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছিল ওই বিস্ফোরণে। আহত হয়েছিলেন প্রায় পঞ্চাশজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সন্ত্রাসবাদি ঘটনা ঘটল আফগানিস্তানে। অবশ্য এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। এর আগের সন্ত্রাসবাদি হামলার বহু ক্ষেত্রেই আইএসকের হাত ছিল। তাই এবারের ঘটনার নেপথ্যে এরকমই কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে, তা মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক মহল।