Date : 2024-04-20

বিশ্বের ধনী দেশ চিন?

রিমিতা রায়, নিউজ ডেস্ক : আমেরিকাকে পিছনে ফেলে চিন হয়ে উঠেছে বিশ্বের ধনীতম দেশ। ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির রিপোর্টে পাওয়া গিয়েছে এমনই তথ্য। সেখান থেকেই জানা গিয়েছে বিশ্বের ধনীতম দেশ চিন। এরই মধ্যে চিনের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে উদ্বেগে রয়েছে আমেরিকা। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ১ হাজার পরমাণু অস্ত্র ব্যবহারের লক্ষ্যে রয়েছে চিনের বেজিং। এতেই উত্তেজনার পারদ চড়ছে আন্তর্জাতিক মহলে। ২০১৯ সালে শেষের দিকে করোনার দেখা মেলে চিনের উহানে। তারপর ক্রমে সেখানে থেকেই সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে এই মারণ ভাইরাস।

যদিও তা নিয়ে রয়েছে হাজারো বিতর্ক। করোনা ভাইরাস ছড়িয়ে পড়তেই বাকি সব দেশের সঙ্গে চিনও দেখছিল কঠোর থেকে কঠোরতম লকডাউন। লকডাউনে বন্ধ হয় বহু শিল্প। ধাক্কা লেগেছিল অর্থনীতিতে। যখন এখনও অনেক দেশ মন্দার সঙ্গে লড়াই করে চলেছে। বলাই যায়, তখন সেই ধাক্কা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়িয়েছে চিন। জানা গিয়েছে এই মুহুর্তে অতীতের সব রিপোর্ট ছাপিয়ে সব থেকে বেশি সম্পদের অধিকারী চিন।