Date : 2024-04-19

বৃষ্টি থামার লক্ষণ নেই, নিরাপত্তার কারণে স্থগিত হল, চেন্নাই বিমানবন্দরে বিমান অবতরণ

রিমা দত্ত, নিউজ ডেস্ক : প্রবল বৃষ্টি ঝোড়ো হওয়ার কারণে উড়ান অবতরণ স্থগিত রাখল চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষের তরফে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার কারণে দুপুর ১ টা থেকে ৬টা পর্যন্ত কোনো বিমান অবতরণ করবে না।

শনিবার বিকেল থেকে নিম্নচাপের কারণে ভাসছে চেন্নাই। বন্যা পরিস্থিতি পুদুচেরীতেও। চেন্নাই-এর বেশকিছু এলাকা জলের নীচে। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ শতাধিক বাড়ি। ইতিমধ্যেই তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। মঙ্গলবার, তামিলনাড়ু, চেন্নাই, কাঞ্চিপুরম এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছিল। বুধবার মোট ২০ টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।