Date : 2024-04-25

যোগী রাজ্যে নতুন আতঙ্ক, জিকা ভাইরাসে আক্রান্ত ১১

রিমা দত্ত, নিউজ ডেস্ক : গোদের উপর বিষ ফোঁড়া। একদিকে করোনা অন্যদিকে জিকা ভাইরাস। দুই-এ মিলিয়ে দুই-এ মিলিয়ে রাতে ঘুম উড়েছে যোগী সরকারের। সোমবার কানপুরে সোমবার এক মহিলার শরীরে এই সংক্রমণ পাওয়া যায়। এখনও পর্যন্ত ১১ জনের শরীরের জ়িকা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সোমবার উত্তর প্রদেশের স্বাস্থ্য কর্তা বেদব্রত সিং জানান, “আমরা বিভিন্ন জায়গায় জ়িকা সংক্রমণ নিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছি। প্রত্যেক স্বাস্থ্যকর্মী এ নিয়ে মানুষকে বোঝাচ্ছেন। কড়া নজরদারিও চলছে। তবে এখনও অবধি কানপুর ছাড়া অন্য কোনও জেলায় সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি। জ্বর হলেই যথাযথ নমুনা পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।” জিকার প্রথম উপসর্গ হল জ্বর। তবে জিকা ভাইরাস চিহ্নিত করা কঠিন। অনেকেই সাধারণ জ্বর ভেবে গুরুত্ব দেন না। এরই মধ্যে রয়েছে কোভিড। তবে জিকার উপসর্গ গুলি হল, জ্বর, নাক থেকে জল পড়া, মাথা ব্যাথা, গায়ে র‍্যাশ। এক সপ্তাহের বেশি এই উপসর্গগুলি থাকলে জ়িকা হওয়ার সম্ভাবনা প্রবল।