Date : 2024-04-18

শ্রম আইনে বদল আনল পর্তুগাল

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : করোনা আবহে কর্মীদের কাছে বেশ জনপ্রিয় শব্দ ‘ওয়ার্ক ফ্রম হোম’। কিন্তু অনেক কর্মীদেরই অভিযোগ বাড়ি থেকে কাজ করতে হলেও এই নয়া নিয়মে আগের তুলনায় অনেক বেশি কাজের চাপ বেড়ে গিয়েছে। অফিস টাইম শেষ হওয়ার পরেও ব্যক্তিগত সময়ে অফিসের বসের ফোন বা মেসেজে কর্মীরা বেশ সমস্যার মধ্যে পড়ছেন। এবার সেই নিয়মে বদল আনতে নজিরবিহীন পদক্ষেপ নিল পর্তুগাল সরকার।পর্তুগালের সংসদে পাশ হয়েছে এক নয়া আইন।
নয়া নিয়মে কী রয়েছে?


• এখন থেকে অফিস টাইমের বাইরে কর্মীর সঙ্গে যোগাযোগ করার জন্য জরিমানার মুখে পড়তে পারে সংস্থা।
• বাড়ি থেকে কাজ করার সময়ে সংস্থা নিজেদের কর্মীদের ওপর নজরদারি করতে পারবে না।
• সংসদে প্রস্তাব উঠেছিল কর্মীরা অফিসের সময়ে বাইরে কর্মসংক্রান্ত মেসেজ বন্ধ করে দিতে পারেন, কারণ এটা তাদের অধিকার। কিন্তু এই প্রস্তাবে সায় দেননি পর্তুগালের সাংসদরা।
• এখন থেকে বাড়ি থেকে কাজ করার জন্য কর্মীদের বিদ্যুতের বিল, ইন্টারনেটের খরচ দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।
• যেসব কর্মীদের সবেমাত্র সন্তান হয়েছে, তারা সন্তানের বয়স ১৮ বছর হওয়া অবধি যেকোনও সময়ে বাড়ি থেকে কাজ করতে পারেন। এই জন্য তাদের আগে থেকে সংস্থাকে জানানোর কোনও বাধ্যবাধকতা নেই।