Date : 2024-04-19

৫ বছরে রেকর্ড আক্রান্ত, ডেঙ্গুর ভয়ে আতঙ্ক রাজধানীতে

রিমা দত্ত, নিউজ ডেস্ক : দিল্লিতে বাড়চ্ছে ডেঙ্গু। এখনও পর্যন্ত ৫ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহেই আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৬৯ জন। রাজধানীতে ৯ জনের প্রাণও কেড়েছে মশাবাহিত এই রোগ। ২ হাজার ৫৬৯ জনের মধ্যে ১ হাজার ৭৭২ জন তিন কর্পোরেশন এলাকার বাসিন্দা।

নগর নিগমের তরফে সোমবার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে নভেম্বরের ১৩ তারিখ পর্যন্ত ৩ হাজার ৭৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শুধুতাই নয়, দিল্লিতে এ বছর ১৬৬ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ৮৯।

অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাসও থাবা বসিয়েছে রাজধানীতে। করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট চলাকালীনই নয়া আতঙ্ক হিসাবে দেখা দিয়েছিল মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। এবার ডেঙ্গু রোগীর শরীরেও এই ছত্রাক সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। দিল্লির এক হাসপাতালে মিউকরমাইকোসিস নিয়ে ভর্তি হয়েছেন ৪৯ বছরের এক ব্যক্তি। এই দুি নিয়েই চিন্তার ভাঁজ দিল্লির কপালে।