Date : 2024-04-24

২২ শে নভেম্বর নির্বাচন কমিশন জারি করতে চলেছে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনের নির্ঘন্ট।

সুচারু মিত্র, রিপোর্টার : আগামী  ২২ শে নভেম্বর রাজ্য নির্বাচন কমিশন জারি করতে চলেছে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনের নির্ঘন্ট। আগামী ২৫ শে নভেম্বর থেকে মনোনয়ন পত্র জমা করা শুরু হবে, চলবে আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত। ৩রা ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৪ঠা ডিসেম্বর হবে স্ক্রুটিনি। ভোট হবে ১৯ শে ডিসেম্বর ও গণনা করা হবে ২২ শে ডিসেম্বর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই কমিশন রাজ্য সরকার কে গঙ্গার দুইপারের পুরসভা নির্বাচনের জন্য ২০০ কোটি টাকা খরচের হিসাব আনুমানিক ভাবে পাঠিয়েছে।

পাশাপাশি কমিশনের এক কর্মকর্তা জানান এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি তবে পর্যাপ্ত বাহিনী থাকছে এই ভোটে। পাশাপাশি ভোটকর্মীর সংখ্যাও জানিয়েছে কমিশন রাজ্য সরকার কে। অন্যদিকে রাজ্যের বাকি ১১২ টি পুর ও পৌরসভার নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তিনদফায়। বড়দিনের আগেই কলকাতা ও হাওড়া দুই পুরসভাতেই দীর্ঘদিন পর আবার মেয়র হবে এই নির্বাচনের পরে এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।