Date : 2024-04-20

আজ মরশুমের শীতলতম দিন। জানালো আবহাওয়া দফতর

ওয়েব ডেস্ক : কয়েকদিন ধরেই রাজ্যে টের পাওয়া যাচ্ছিলো শীতের আমেজ। ভোর হতে না হতেই গোটা শহরটাকে ঘিরে ফেলছে কুয়াশার চাদর। কিছু কিছু জায়গায় বেলার দিকেও কুয়াশা থাকতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে শীত চলে এসেছে। নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহে বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে রাজ্যে শীতের প্রকোপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার এই মরসুমের শীতলতম দিন। এদিন কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। ভোরে ও রাতে শীতের প্রকোপ অনুভব করবে রাজ্যবাসী। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দার্জিলিং এর তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে নামবে। শিলিগুড়ির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি থাকবে উত্তরে হাওয়ার জন্য শীত বেশি অনুভূত হবে। কিছু কিছু জেলায় পারদ ১২ ডিগ্রির নিচে নামতে পারে। পশ্চিমী ঝঞ্জা কেটে গেলে রাজ্যে পারদ আরও নামতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহুর্তে নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই। রাজ্যে এখন শীতের আমেজ। উত্তর পশ্চিম ভারতের দিকে পশ্চিমি ঝঞ্জার সম্ভাবনা রয়েছে।