Date : 2024-04-26

কলকাতা পুরভোটে ফের সবুজ ঝড়, তৃতীয় স্থানে বিজেপি

রিমিতা রায়, নিউজ ডেস্ক : কলকাতা পুরভোটে ফের সবুজ ঝড়। সেই ঝড়ে হারিয়ে গেল গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচনের মত পুরভোটেও প্রত্যাশা পূরণ হল না। ৩টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল বিজেপিকে। শেষ পর্যন্ত ছোট লালবাড়ির দখলের লড়াইতে কার্যত খালি হাতেই ফিরতে হল গেরুয়া শিবিরকে।কলকাতায় সবুজ সুনামি। এক থেকে ষোলো নম্বর বরো জুড়ে সবুজ ঝ়ড়। সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা। তবে ২০১৯ এর লোকসভা নির্বাচন থেকে রাজ্যে বিরোধী পরিসরের ব্যাটন বিজেপির হাতেই ছিল। কলকাতা পুরভোটে সেই ব্যাটটনও চলে গেল বামেদের হাতে। শেষপর্যন্ত 3টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল বিজেপিকে।জয়ী বিজেপি প্রার্থীরা হল, ৫০ নং ওয়ার্ডে সজল ঘোষ।

২২ নং ওয়ার্ড মীনাদেবী পুরোহিত। ২৩ নং ওয়ার্ডে বিজয় ওঝা।কলকাতা পুরসভার ওয়ার্ডগুলির মধ্যে উল্লেখযোগ্য ৫০ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সজল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। ২১-এর পুরভোটে বিজেপির টিকিটেই প্রথমবার জিতলেন সজল ঘোষ। পুরভোটে মানুষ জবাব দিয়েছেন, ফল ঘোষণার পর মন্তব্য বিজেপি প্রার্থীর। ২২ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপির মীনাদেবী পুরোহিত।পুরভোটের দিন তাঁকে হেনস্থার অভিযোগ উঠে। তবে শেষ পর্যন্ত ২২ নম্বর ওয়ার্ডের মানুষ তাঁর সঙ্গেই রইলেন। টানা ৬ বার জিতে জয়ের ধারা বজায় রাখলেন বিজেপি প্রার্থী। ২৩ নম্বর ওয়ার্ডেও জয় পেলেন বিজেপির চেনা মুখ। এর আগে ২ বার জয়লাভের পর তাঁর ওপর আস্থা রেখেছিল দল। ২১-র পুরভোটে হ্যাটট্রিক করলেন বিজেপি প্রার্থী বিজয় ওঝা। প্রত্যাশা পূরণ হয়নি। তবে ঘাসফুলের মধ্যে পদ্ম ফুটিয়ে রাখতে পেরেছেন বিজেপির তিন প্রার্থী। শেষ পর্যন্ত ছোট লালবাড়ির দখলের লড়াইতে কার্যত খালি হাতেই ফিরতে হল গেরুয়া শিবিরকে।