Date : 2024-03-29

কুকুরেরা পাহারা দিয়ে আগলে রাখল সদ্যোজাতকে

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : একেবারে সদ্যোজাত কন্যাসন্তান। তাকেই ফেলে দিয়ে মা চলে গিয়েছিল। রাস্তার পাশে আস্তাকুড়ের ধারে পড়েছিল সে। গায়ে এক টুকরোও কাপড় ছিল না তার। এভাবে ঠান্ডায় থাকলে মৃত্যু হত তার। তবে দৈবক্রমে মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল ছোট্ট মেয়েটি। ঘটনাটি ছত্তিশগড়ের মুঙ্গের শহরের। সূত্রের খবর ওই আস্তাকুড়ের পাশে কয়েকটি কুকুরছানা ছিল। তাদের ঘিরে মা কুকুরও ছিল। সদ্যোজাত নজরে আসার পরে জায়গা ছেড়ে যেতে চায়নি তারা। শুধু তাই নয়। কুকুর শাবকদের একচুল আঁচ়ড়ও লাগেনি তার গায়ে। কুকুর ছানাগুলি যেখানে শুয়েছিল সেখানেই শুয়েছিল সদ্যোজাতকে। বিষয়টি সকাল হতেই নজরে আসে স্থানীয়দের। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। সেইসঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় দফতরকে। জানা গিয়েছে শিশুটির কান্নার আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসে লোকজন। দৃশ্য দেখে রীতিমত তাজ্জব হয়ে যান তাঁরা। স্বাস্থ্য দফতরকে খবর দেওয়া হলে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কেন কুকুরগুলি শিশুটিকে আঘাত করল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে৤ ঘটনাকে ঘিরে অবাক এলাকাবাসীরা।