Date : 2024-04-24

খোলা এজলাসেই নিজেদের অসহায়তার কথা প্রকাশ করল হাইকোর্ট

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার: বেআইনি অর্থলগ্নি মামলায় শুক্রবার আদালত কাঠগড়ায় তুলেছে সিবিআইকে। শুক্রবার চিটফান্ড মামলায় বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ তালুকদার কমিটির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করেছে। এ ব্যাপারে চিট ফান্ড সংস্থা এমপিএস আপত্তি তুলেছিল। কিন্তু আদালতের বক্তব্য, আরো অন্যান্য সংস্থার আমানতকারীরা ওই কমিটির মাধ্যমে টাকা পাওয়ার আশা করছেন।

আমানতকারীদের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও শুভাশিস চক্রবর্তী দ্রুত বিচার শেষ করতে প্রয়োজনে তদন্ত সংস্তাকে সময় বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন করেন। এদিন পৈলান চিট ফান্ডের তরফে ১০ হাজার টাকা করে ফেরানোর ব্যাপারে আদালতের অনুমতি চান। আরেক আইনজীবী অরিন্দম দাস বলেন, পৈলানের এই আবেদন দ্রুত বিবেচনা করুক আদালত। সে ক্ষেত্রে অ্যালকেমিস্ট ও ভিবজিওরের পরে তৃতীয় সংস্থার আমানতকারীরা কিছু টাকা পাওয়ার সুযোগ পাবেন।
এদিন আদালত সিবিআইকে কাঠ গড়ায় তুলেছে বিচার ঝুলিয়ে রাখার দায়ে। বিচারপতি বাগচীর বক্তব্য, দিনের-পর-দিন ট্রায়াল ঝুলে থাকছে। একদিকে অভিযুক্তদের জামিন দেওয়া যাচ্ছে না, শুধুমাত্র অভিযোগের ভয়াবহ গুরুত্বের কথা ভেবে। আবার অন্যদিকে আমানতকারীরা টাকা পাচ্ছেন না, বিচার শেষ না হওয়ায়। ফলে আদালত কাউকেই বিচার দিতে পারছে না। যার মূলে সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা দায়ী। এদিন মৌখিকভাবে আদালত কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে এম পি এস সহ অন্যান্য বেআইনি অর্থলগ্নি র যাবতীয় মামলার স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে।