Date : 2024-04-24

ঘোষিত হল চার পুরনিগমের দিন। অনিশ্চিত হাওড়ার ভবিষ্যৎ

ওয়েব ডেস্ক : টানাপোড়েনের মাঝে ঘোষিত হল চার পুরনিগমের দিন। ভোটের দিন ঘোষনা করল রাজ্য নির্বাচন কমিশন। জানুয়ারির ৪ তারিখ ভোট হবে রাজ্যের ৪টি পুরনিগমে। এগুলি হল বিধাননগর, চন্দন নগর, আসানসোল ও শিলিগুড়িতে। ভোট গননা হবে ২৫ শে জানুয়ারি। তবে এর পাশাপাশি হাওড়ার ভোট নিয়ে এখনও কিছু যানা যায়নি। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই যানানো হয়েছিল, ২০২২ সালের মে মাসের মধ্যে বাকি পুরসভা গুলির ভোট সম্পন্ন হবে। কোভিড পরিস্থিতির জন্য ৬ থেকে ৮ দফায় ভোট গ্রহন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনার সৌরভ দাশ সোমবার সাংবাদিক বৈঠক করে বললেন, জানুয়ারির ২২ তারিখ ভোট হবে রাজ্যের ৪টি পুরনিগম বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়িতে। বিধাননগরে মোট ৪১টি ওয়ার্ড রয়েছে, চন্দননগরে ৩৩টি, আসানসোলে ১০৬টি ও শিলিগুড়িতে ৮৭টি ওয়ার্ড রয়েছে।

এদিন তিনি আরও বলেন, মঙ্গলবার থেকেই শুরু হবে মনোনয়ন পেশ। মনোময়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩ জানুয়ারি। নির্বাচনের দায়িত্বে রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী থাকবে তা এখনও যানা যায়নি। তবে হাওড়ার পুর ভবিষ্যত্ কিহবে তা এখনও নিশ্চিত নয়। পুরভোট নিয়ে সোমবার দুপুরে একটি সর্বদল বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশন। সেখানে শাষক বিরোধী সব দলই গিয়েছিল। তবে বৈঠক শুরুর আগেই ঘটনাস্থল থেকে বেরিয়ে যান বিজেপির প্রতিনিধিরা। কিছুক্ষণ পর বাম ও কংগ্রেসরাও বৈঠক থেকে চলে যায়।