Date : 2024-04-25

দৈনিক সংক্রমণ ৭ হাজারেরও কম কিন্তু নিখোঁজ বিদেশ ফেরত ১০৯ জন যাত্রী

ওয়েব ডেস্ক : করোনার নতুন প্রজাতি ওমিক্রন আছড়ে পড়েছে ভারতে। নতুন বছরের শুরুতেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তবে দেশর বর্তমান পরিস্থিতি এখনও পর্যন্ত ঠিক আছে বলে দাবি করছেন বিশেষঙ্গরা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজারেরও কম, এমনটাই বলছে স্বাস্থমন্ত্রকের পরিসংখ্যান। মঙ্গলবার স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রকের দেওয়া তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮২২ জন। যা সোমবারের তুলনায় অনেকটাই কম। কিন্তু অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র। এখানে নতুন করোনা আক্রান্তের হদিস পাওয়া গেছে। তার মধ্যে ১০০ জন বিদেশ ফেরত যাত্রীর এখনও করোনা টেস্ট করানো যায়নি। মহারাষ্ট্রের থানে জেলায় পৌছানো ১০৯ জন যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এমনকি তাদের দেওয়া ঠিকানাও ভুল।

ইতিমধ্যে দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃতের সংখ্যা ২২০ জন। এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ্য ৭৩ হাজার ৭৫৭ জন তবে দেশে প্রতিদিনই কমছে কোভিড কেস। এই করোনা যুদ্ধে জেতার একটাই উপায় টীকাকরণ এবং মাস্ক ও দূরত্ববিধী বজায় রাখা। এমনটাই মনে করছে স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রক।