Date : 2024-03-27

ধেয়ে আসছে জাওয়াদ, একাধিক সতর্কবার্তা জারি রাজ্যের

ওয়েব ডেস্ক : গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। আলিপুর আবহাওয়া দফতরর পূর্বাভাস অনুযায়ী শুক্রবার নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। শনিবার উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় উপকূলে। এর আগে বাংলায় দাপট দেখিয়েছে আমপান। জাওয়াদ নামটি সৌদি আরবের দেওয়া। যার অর্থ উদার বা দয়ালু। কিন্তু এরকম নাম কেন। একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে ঘূর্ণিঝ়ড় জাওয়াদকে ঘিরে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি ঘন্টায় 36 কিলোমিটার বেগে উপকূলের দিকে এগোচ্ছে। শনিবার সকালে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে সাইক্লোনটি। তারপর গতি পরিবর্তন করবে সেটি যার প্রভাবে উত্তাল হয়ে উঠবে সমুদ্র। ঘন্টায় গড়ে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা-সহ উপকূলীয় সমস্ত জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বজ্রপাত-সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সাইক্লোনের ফলে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।