Date : 2024-04-19

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তছরুপের অভিযোগে জনস্বার্থ মামলা

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার: মালদা হরিশ্চন্দ্রোপুর তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গ্রামের রাস্তার জন্য বরাদ্দ অর্থ তছরুপ এর অভিযোগ তুললেন খোদ দলেরই সদস্যরা। মামলা গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত। জনস্বার্থ মামলা দায়ের করলেন ওয়াসেকুল ইসলাম। প্রধান বিচারপতি প্রকাশক শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।
আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানান ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন হয়। ওই নির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হন রেবিনা বিবি।
এলাকার উন্নয়নে গ্রামের রাস্তার বরাদ্দ অর্থ খরচ নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল সদস্যরাও অভিযোগ তোলেন। তাদের দাবি রাস্তা তৈরিতে লক্ষ লক্ষ টাকা খরচ দেখানো হলেও আদপে রাস্তা তৈরি হয়নি। গ্রাম উন্নয়নের বরাদ্দ অর্থ আত্মসাৎ এর অভিযোগ তুলেছেন তারা।
একই অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন ওয়াসেকুল ইসলাম। ওই মামলায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে গ্রেফতার করে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে।