Date : 2024-04-20

বন দফতরের জালে ২ বানর

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : মাস খানেক ধরে অতিষ্ঠ করার পরে অবশেষে তারা ফাঁদবন্দি হল। মজলগাঁওয়ে ২ বানরকে ধরল বন দফতর। তাদের নাগপুরের জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে। বাকি বাঁদরদের খোঁজ চালাচ্ছে বন দফতর। মজলগাঁওতে প্রায় একমাস ধরে কুকুর শাবকদের ওপর অত্যাচার চালাচ্ছে কয়েকদল বানর। এলাকার কুকুর ছানা দেখলেই তাদের নিয়ে চলে আসত তারা। তারপরে কোনও উঁচু জায়গা থেকে তাদের ফেলে দিচ্ছিল তারা। এভাবে প্রায় ২৫০ কুকুর ছানাকে খুন করেছিল বাঁদর বাহিনী। তবে তাদের শায়েস্তা করতে পদক্ষেপ করল বন দফতর। জানা গিয়েছে বিদ জেলা থেকে নাগপুরে আনা হচ্ছে তাদের। সূত্র মারত জানা গিয়েছে ওই গ্রামে একটি কুকুর এক বাঁদর শাবককে মেরে ফেলে। এরপর থেকেই স্থানীয় কুকুর ছানা দেখলেই তাদেরকে ধরে নিয়ে গিয়ে খুন করত তারা। বন দফতর রীতিমত ফাঁদ পেতে ওই ২ শাবককে ধরে। এই ঘটনায় কিছুটা হলেও শান্তি ফিরল ওই গ্রামে। বাঁদরদের আটকানোর চেষ্টা করলে আক্রান্ত হচ্ছিলেন গ্রামবাসীরাও। ইতিমধ্যেই অনেকে জখম হয়েছিলেন। সব মিলিয়ে এই ঘটনায় কিছুটা স্বাভাবিক হল পরিস্থিতি।