Date : 2024-03-29

বুস্টার ডোজের পরামর্শ

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : করোনার নয়া রূপ ওমিক্রনে প্রথম মৃত্যু হল ব্রিটেনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘‘এই দেশে অন্তত একজনের মৃত্য হয়েছে, যিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।’’ একই সঙ্গে তিনি বলেছেন, দ্রুত মিউটেশনের ফলে ঢেউয়ের মতো আছড়ে পড়তে পারে ওমিক্রনের তরঙ্গ। এর জন্য সচেতন থাকা জরুরি।তবে, ওমিক্রনে মৃত ব্যক্তি সম্পর্কে এর বেশি তথ্য দেননি বরিস। ২৭ নভেম্বর সে দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত চিহ্নিত হওয়ার পর নানা বিধি নিষেধ জারি করা হয়। প্রধানমন্ত্রী দেশবাসীকে বুস্টার টিকা নেওয়ার পরামর্শ দেন। স্বাস্থ্য সচিব, সাজিদ জাভেদ বলেন, ‘‘করোনার ওমিক্রন রূপ দেশে দ্রুত ছাডি়য়ে পড়ছে। আক্রান্তের ৪০ শতাংশ ওমিক্রনে সংক্রমিত।’’প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, “ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

দুঃখের খবর, তাঁদের মধ্যে কমপক্ষে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।” আরও জানিয়েছেন, লন্ডনে মোট করোনা আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তবে প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন, ডিসেম্বর মাসের মধ্যে ইংল্যান্ডের সব প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ হবে।প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও হানা দিয়েছে ওমিক্রন। এইসঙ্গে ভারতে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত ৩৮ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এদিকে যে দেশে প্রথম ওমিক্রনের খোঁজ মিলেছে মনে করা হচ্ছে, সেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজই এই খবর জানা গিয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, মহামারী আক্রান্ত অর্থনীতির এই পরিস্থিতি সামলে উঠতে সময় লাগবে সমস্ত দেশের। এদিকে এক সতর্কবার্তায় হু জানিয়েছে, ওমিক্রন কতটা সংক্রামক, কতটা ঘাতক এবং এর বিরুদ্ধে ওষুধ বা ভ্যাকসিন কতটা কার্যকর, এসব প্রশ্নের উত্তর পেতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। তাই আপাতত সংক্রমণ রুখতে সমস্ত রকম পদক্ষেপ করা জরুরি। এর মধ্যেই ঘটে গেল অঘটন!