Date : 2024-03-19

মৈপীঠে সকালবেলা দেখা গেল ডোরাকাটাকে

মৈপীঠে সকালবেলা দেখা গেল ডোরাকাটাকে

ওয়েব ডেস্ক : ধান ক্ষেতের মাঝেই লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। আতঙ্কে রাতের ঘুম উড়ে গেছে দক্ষিণ 24 পরগনা জেলার মৈপীঠ থানা এলাকার গ্রামবাসীদের। সকাল বেলা ধান ক্ষেতের মধ্যেই কিছুক্ষনের জন্য দেখা গিয়েছিল তাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি সকালবেলা নদীপার হয়ে ক্ষেতে ঢুকতে দেখা যায়। তথক্ষনাত্ খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে বন কর্মীরা সমস্ত ক্ষেত জাল দিয়ে ঘিরে ফেলে।

সুন্দরবনে বাঘের সংখ্যা কত তা যানতে সমস্ত জঙ্গল জুড়ে বসানো হচ্ছে ক্যামেরা। এই প্রক্রিয়ার জন্য বনকর্মীদের ১০টি দল গঠন করা হয়েছে। তারাই জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ করবে। প্রতিটি দলে ১২ থেকে ১৬ জন কর্মী থাকবে। প্রতিটি যায়গায় কমপক্ষে ২টি করে ক্যামেরা বসানো হবে যাতে বাঘের সামনে ও পিছনের ছবি ধরা পড়ে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সঠিক অনুমান পাওয়া যাবে।